সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ জুন ২০২৪ ১৮ : ৫৮Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠল তৃণমূল। আজ সকালে দলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। যদিও দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতি তাদের কোনও ক্ষোভ বা বিরোধিতা নেই। তবে রাজ্যের মানুষের সমস্যা তৈরি করার বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ জানাবে। বিষয়টি নিয়ে সংসদেও সরব হবেন তৃণমূল সাংসদরা।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গঙ্গা জলচুক্তি হয়। বাংলাদেশকে ন্যূনতম জল সরবরাহ সহ মোট ৩০ বছরের গ্যারান্টির উল্লেখ করা হয় চুক্তিতে। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে বাংলাদেশকে ফারাক্কা ব্যারাজ থেকে জল পেতে হলে চুক্তি পুনর্বনীকরণ করতে হবে। গতকাল দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের মধ্যে যে বিষয়গুলিতে আলোচনা হয়, তারমধ্যে ছিল গঙ্গা জল চুক্তি। দুই দেশের আলোচনায় এই চুক্তি পুনর্বনীকরণ করার সিদ্ধান্ত হয়। তারজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করবে দিল্লি। সেই কমিটি ঢাকায় গিয়ে সেদেশের কমিটির সঙ্গে আলোচনা করবে। তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে এই চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার বৈদেশিক চুক্তির ক্ষেত্রে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছে তৃণমূল।
দলের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "গতকাল দিল্লিতে বৈঠকে মোদি-হাসিনা বৈঠকে ফরাক্কা-গঙ্গা চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কি আমাদের রাজ্যে
বন্যা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি করবে না?" তৃণমূলের বক্তব্য, "আমাদের এই ব্যাপারে আগে জানানো হয়নি। এটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টির অংশীদার। এর আগের চুক্তি অনুযায়ী, আমাদের এখনও টাকা বকেয়া রাখা হয়েছে। গঙ্গা নদীর সংস্কার বন্ধ করে রাখা হয়েছে। ফলে বন্যা এবং ভূমিক্ষয় বাড়ছে। আমরা বহুবার এই বিষয়টি জানিয়েছি।" রাজ্যের শাসকদলের তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, "২০২৬ সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। গঙ্গা চুক্তির নিয়ম অনুযায়ী, পারষ্পরিক সমোঝাতার মাধ্যমে এই চুক্তি হওয়া উচিত। ২০১৭ সালে ফরাক্কা ব্যারাজ বন্ধ করে দেওয়ার দাবি করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কারণ, তাঁর দাবি ফরাক্কা ব্যারাজের কারণেই এই ব্যারাজ কোনও কাজে লাগে না এবং এরফলে প্রতি বছর বন্যা হয়। " প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় গঙ্গার তীরবর্তী এলাকায় ভূমিক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেই চিঠিতে জানান, ফরাক্কা ব্যারাজ তৈরির পর থেকেই গঙ্গার তীরবর্তী এলাকায় ভাঙন বেড়েছে এবং তারফলে কৃষি এবং সাধারণ মানুষের সম্পত্তির ব্যাপক ক্ষতি হচ্ছে। তৃণমূলের বিবৃতিতে বলা হয়েছে, "ভারতীয় সংবিধানের ২৫৩ ধারা অনুযায়ী, অন্যান্য দেশের সঙ্গে চুক্তি, সমঝোতা সংক্রান্ত বিষয়ে আইন তৈরির ক্ষমতা সংসদের। যদিও তিস্তা চুক্তিতে দেখা গিয়েছে, রাজ্য সরকার সহমত না হলে ভিন দেশের সঙ্গে জলচুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার কতটা অপারগ হতে পারে। পরে কেন্দ্রীয় সরকার জানায়, রাজ্য সহমত না হলে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে না।"
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এ ব্যাপারে বলেন, "বাংলার সঙ্গে কোনও আলোচনা না করে এই চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই চুক্তির অংশ। আমাদের আগের চুক্তির টাকাও মেটানো হয়নি। গঙ্গা নদীর সংস্কার বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বন্যা এবং ভূমিক্ষয় বাড়ছে। এটা বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...
'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...
অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...
ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...
৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...
মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...
ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...
মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...
আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...
পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...
রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...
ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...
স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...
কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...
হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...